Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে ডলার ও ফেনসিডিল সহ আটক ৩

বেনাপোল প্রতিনিধি।।
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০২:৫৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০২:৫৮ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার, ৮০২ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির বেনাপোল ও শিকারপুর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (৩০ নভেম্বর)ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে ডলার ও ফেনসিডিল সহ তাদেরকে আটক করে বিজিবি।

বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন জানান ,গোপন  সংবাদে জানতে পারি এক ডলার পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান ডলার নিয়ে গাতিপাড়া সীমান্ত থেকে বেনাপোলের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে গাতিপাড়া বড় আচড়া সড়কে অভিযান চালিয়ে ৪০ হাজার ডলার সহ তাকে আটক করা হয়।

অপর দিকে শিকড়ী মাঠের মধ্যে থেকে ৫০৯ ফেনসিডিল ও শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ২৯৩ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ ২ জনকে আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ডলার,ফেনসিডিল ও মদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌর্পদ করা হয়েছে।

আটকরা হলো বেনাপোল বড়আঁচড়া গ্রামের সাহেব আলীর ছেলে জাহিদ (১৮), ঝিকরগাছা গ্রামের হাসানের ছেলে নাহিদ (১৯)ও শার্শার টেংরালি গ্রামের কেরামতের ছেলে আব্দুর জব্বার(৪০)।

Bootstrap Image Preview