Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিষেকে সাদমানের সপ্তম সর্বোচ্চ রান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০২:৪৪ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০২:৫৭ PM

bdmorning Image Preview


মিরপুরে সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অভিষেক ম্যাচে সপ্তম সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন সাদমান ইসলাম অনিক।

দলে তামিমের অনুপস্থিতে ওপেনিংয়ে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে সুযোগ দিয়েছে বাংলাদেশ দল। কিন্তু তারা কেউই ওপেনিং জুটিতে আশানুরূপ রান করতে পারছেন না। এক কথায় সবাই ব্যর্থ হয়েছেন। তকে মিরপুরে  অভিষেক টেস্ট খেলতে নেমেই নির্বাচকদের আস্থার প্রতিদান দিলেন সাদমান। 

শুরু থেকেই সাদমান আজ দেখে ব্যাট চালাতে থাকেন। লাঞ্চ থেকে ফিরে ১৪৭ বল খেলে ধৈয্যের সাথে তুলে নেয় ক্যারিয়ারের অভিষেক হাফ সেঞ্চুরি। তার ব্যাটিং দেখে অনকেই ধারণা করছিলেন আজ হয়তো অভিয়েস টেস্টেই আমিনুল ইমলাম, মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ আবুদ হাসান রাজুর পরে তিনিই অভিষেক ম্যচেই সেঞ্চরি করার কৃতিত্ব দেখাবেন।

তবে দলীয় ১৬১ রানে সানমানের রূপে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ দল। মিথুনের বিদায়ের পর মাত্র ১০ রানের ব্যবধানে সাদমান ইসলাম অনিককে এল বি ডব্লিই করে প্যাভিলনে দেবেন্দ্র বিশু। ১৯৯ বল থেকে ৭৬ রানের ইনিংস খেলে আউট হন সাদমান। যা অভিষেক টেস্টে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সপ্তম সর্বোচ্চ রানের ইনিংস। ৬টি চার সাদমান তার ইনিংসটি সাজান।

অভিষেক টেস্টে এর আগে আমিনুল ইমলাম বুলবুল ১৪৫, মোহাম্মদ আশরাফুল ১১৪, আবুল হাসান রাজু ১১৩, জাবেদ ওমর ৮৫, তামিম ইকবাল ৮৪, নাজিমউদ্দীন ৭৮ রান। অভিষেকে ৭৬ রানের ইনিংস খেলায় এখন সাদমানের অবস্থান দাড়ালো সপ্তম।

Bootstrap Image Preview