Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিয়মনীতির তোয়াক্কা না করে নবাবগঞ্জে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০২:০২ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০২:০২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রতি বছর অবৈধ ইটভাটার সংখ্যা বেড়েই চলেছে। আবাদি জমিকে অনাবাদি দেখিয়ে এবং জনবসতি এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠছে এসব ইটভাটা। ফলে হুমকির মুখে ফসলি জমি ও জনবসতি এলাকা।

অন্যদিকে ইটভাটার কালো ধোঁয়ায় বিবর্ণ হয়ে উঠছে পরিবেশ। এ কারণে জনস্বাস্থ্য, পরিবেশ, কৃষি ও কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবুও থেমে নেই অবৈধ ইট পোড়ানোর ব্যবসা। সরকারের কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এবং আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গড়ে তোলা হয়েছে এসব অবৈধ ইটভাটা। 

এলাকাবাসীর দাবি অবৈধ ইটভাটার কারণে আশপাশে ধান, সবজি, লিচু, কাঠাল, নারিকেলসহ বিভিন্ন ফলের উৎপাদন কমে যাচ্ছে। এতে এক দিকে কৃষির যেমন ক্ষতি হচ্ছে, অন্য দিকে এলাকার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়ে রোগবালাই দেখা দিচ্ছে।  

জানা যায়, মালিক পক্ষ লাইসেন্স না করেই উচ্চ আদালতে রিট করে বছরের পর বছর এইসব অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছে।এদিকে ছাড়পত্রহীন ইটভাটার মালিকদের দাবি, উচ্চ আদালতের নির্দেশ ও সময়সীমা নির্ধারণ মোতাবেক তাদের ভাটাগুলো পরিচালিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইনে ফসলি জমি, আবাসিক এলাকায় এবং বন সংলগ্ন জমিতে ইটভাটা না করা বিধান থাকলেও নবাবগঞ্জের অধিকাংশ ইট ভাটা মালিক তা অমান্য করে নিষিদ্ধ এসব এলাকায় গড়ে তুলেছেন অবৈধ ইট ভাটা। এর পাশাপাশি ভাটাগুলোতে কয়লা পোড়ানোর সরকারি নিষেধ-বিধি অমান্য করে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ।

উল্লেখ্য, এসআরবি ব্রিক্স নামের এক অবৈধ ইট ভাটায় খড়ি পোড়ানোর অপরাধে গত বছর ১লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছিল। আগের বছরও জরিমানা করা হয়েছিল। তারপরও থেমে নেই খড়ি দিয়ে ইট পোড়ানো।

এদিকে ভাটা মালিক সোহরাওয়ার্দী বাবুলের মৃত্যুর পর হাল ধরেছেন তার পুত্র আবু শাহাদৎ সায়েম। তার অবৈধ ইট ভাটাটি দাউদপুর বাজারের পূর্বপার্শ্বে হেয়াতপুর মৌজায়। এলাকাবাসীর দাবি, অবৈধ এসআরবি ইট ভাটার কারণে তাদের বিভিন্ন ফলের বাগানে আশানুরুপ ফল হচ্ছে না। ছোট বাচ্চাদের নানা রোগ বালাই লেগেই আছে।

জানতে চাইলে আবু শাহাদৎ সায়েম জানান, সব প্রসেসিং ঠিক রেখেই তিনি এ ইটভাটা স্থাপন করেছেন। তার রিট করা রয়েছে। তিনি এক পর্যায়ে বলেন, সাংবাদিকদের আমি পকেটে রাখি। 

Bootstrap Image Preview