Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, তালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৩৩ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাতীয় পার্টির (জাপা) বনানী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে মনোনয়ন বঞ্চিতরা। এক পর্যায়ে কার্যালয়ে তালা দেয়া হয়। তবে পরবর্তীতে আবার তালা খুলে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এ ঘটনা ঘটে। এরপর অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

কার্যালয়ের ভেতরে হলরুমে গিয়ে দেখা যায়, মহানগর উত্তরের বিক্ষুব্ধ কর্মীরা মনোনয়ন বঞ্চিত নেতা শফিকুল ইসলাম সেন্টুর পক্ষে স্লোগান এবং চিৎকার করে বোতল ছুড়তে ছুড়তে অফিস ত্যাগ করেন। এ সময় পদত্যাগের ঘোষণা দেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।

তিনি ঢাকা-১৩ আসন থেকে জাপার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি জানান, মনোনয়নের চিঠি পাননি বলে পদত্যাগ করতে যাচ্ছেন। তবে গত বুধবার জাপা যে ১১০ জনের তালিকা প্রকাশ করেছে, তাতে তার নাম রয়েছে।

এদিকে ঘটনার কিছুক্ষণের মধ্যে অফিসে তালা লাগিয়ে যার যার মতো চলে যান অফিসের কর্মীরা। এরপরই অফিসের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

এ ব্যাপারে জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী বলেন, মহাজোট এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, তার নামও জাপার তালিকায় আছে৷ তবে কেউ পদত্যাগ করলে সেটা তার ব্যাপার।

Bootstrap Image Preview