Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ড্রেজার মেশিনে আগুন

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:০০ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:০০ PM

bdmorning Image Preview


বগুড়ার সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে সজিব, সুজন ও শিপনের তিনটি শ্যালো মেশিন আগুনে পোড়ানোসহ ব্যবহৃত পাইপ ভাঙচুর করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা-ভেলাবাড়াী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসকের সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেটের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারী চক্র পালিয়ে গেলেও রেখে যাওয়া অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিনটি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং পাইপ ভাংচুর করা হয়। 

এ ব্যাপারে ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি আমার জানা নেই। আমি অফিসের কাজে উপজেলাতে ছিলাম। পরস্পরে জানতে পারি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

পরে এলাকায় এসে জানতে পারি সজিব, সুজন ও শিপন নামের ৩ জনের মেশিনে আগুন পোড়ানোসহ ব্যবহৃত পাইপ ভাঙচুর করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে ফেলে অবৈধ বালু উত্তোলনসহ কালিতলা গ্রোয়েনের সন্নিকট থেকে বিট বালু উত্তোলন করছে একটি অসাধু চক্র।
 

Bootstrap Image Preview