Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে এইচআইভি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৭:৩৫ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৭:৩৫ PM

bdmorning Image Preview


এইচআইভি দিবস (এইডস) সফলভাবে উদযাপন উপলক্ষে হিলিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

হিলি সীমান্ত ও স্থলবন্দর এলাকা এইচআইভি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে গুরুত্বের সাথে দিবসটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সরকারের পাশাপাশি হিলিতে কর্মরত এনজিও সংস্থাগুলো।

পিএসটিসি এর জেলা কো-অর্ডিনেটর নাবিলা তাবাসসুমের সঞ্চালনায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জোব্বারের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় লাইট হাউস, হেল্প, সূর্যের হাসি ক্লিনিক ও আপস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হিলিতে এইচআইভি নিয়ে কর্মরত বেসরকারি সংস্থাগুলো একের পর এক তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ায় ওই সভা থেকে উদ্বেগ জানানো হয়। প্রথম দিকে ১০ থেকে ১২টি বেসরকারি সংস্থা হিলি সীমান্ত ও স্থলবন্দরে কর্মরত থাকলেও বর্তমানে চারটি সংস্থা চালু আছে। এর মধ্যে ডিসেম্বরে আরে দুটি সংস্থা বন্ধ হয়ে যাবে।


 

Bootstrap Image Preview