Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খোকাকে মনোনয়ন না দিলে একযোগে পদত্যাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৭:২০ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৭:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি নেতা জানে আলম খোকাকে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া না হলে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

দলীয় কার্যালয়ের সামনে এক সভায় বিএনপি,ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের সব নেতাকর্মীরা দল থেকে পদত্যাগ করবেন বলে দুই হাত তুলে শপথ নেন।

জেলা বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন বলেন, গত ১০ বছর দলীয় সব কর্মকাণ্ড বাস্তবায়ন করা ও জেল-জুলুম নির্যাতন সহ্য করে কর্মীদের পাশে থাকা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি জানে আলম খোকাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া না হলে বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও কৃষকদলসহ অঙ্গসংগঠনের সব নেতাকর্মীরা দল থেকে পদত্যাগ করবে। তারা দুই হাত তুলে শপথ নিয়েছেন।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের কাছে দলের ৭ সিনিয়র সদস্যদের নিয়ে মনোনয়ন জমা দেন বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জানে আলম খোকা।

শেরপুর শহর বিএনপির সভাপতি বিএইচ এম কামরুজ্জামান রাফুর সভাপতিত্বে গত বুধবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্যসচিব পিয়ার হোসেন পিয়ার,শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম পান্না, জেলা বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, ধুনট শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, ধুনট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সিমাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি এম মোস্তফা, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোনায়েম উপজেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম আরফান, সহসভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, শেরপুর শহর যুবদলের সভাপতি শাহবুল করিম, সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ রোমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ময়দান, সাধারণ সম্পাদক এজিএস সেলিম, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম লিটন, ছাত্রদল নেতা নূর-নবী হাসান পিটু, আইয়ুব আলী মণ্ডল, ফরহাদ হোসেন, শাহিদুল ইসলাম, শফিউল আলম সবুজ, তরিকুল ইসলাম সম্রাটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Bootstrap Image Preview