Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁ-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিয়াম সাহারিয়া, পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০১:১১ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০১:১২ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শরিফুল ইসলাম এর কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ মনোনয়ন জমা দেন।

বুধবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নযারা দাখিল করেন।

মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় বিএনপির মনোনীত জেলা বিএনপির সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান। আ’লীগ মনোনীত বর্তমান সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার। বিকল্পধারা বাংলাদেশ পক্ষে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দেলোয়ার হোসেনসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিবুল ইসলাম তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের পত্নীতলা অফিস থেকে মোট ৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাদের মধ্য ৬ জন মনোনয়নপত্র শেষ দিনে দাখিল করেছেন।

Bootstrap Image Preview