Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে ৬ আসনে ৫১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৪৪ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৪৪ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৫১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় প্রার্থী ও নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসহ উদ্দীপনা দেখা যায়।

বুধবার (২৮ নভেম্বর) সকাল ৯ট থেকে বিকাল ৫টা পর্যান্ত প্রার্থীরা রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারদের কাছে এ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দানকারি প্রার্থীর হলেন- বিএনপির ১৮ জন, আওয়ামী লীগের ৬ জন, ইসলামি আন্দোলনের ৬ জন, স্বতন্ত্র ৬ জন, এনপিপি ১ জন, বাসদের ২ জন, জাসদের ১ জন, জাকের পার্টির ২ জন, জাতীয় পার্টির ৩ জন, কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১ জন, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিবি) ১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ২ জন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির ১ জন, মুসলীম লীগের ১ জন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে ৬ জন,  সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ৬ জন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ১০ জন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১১ জন, সিরাজগঞ্জ-৫  (বেলকুচি) আসনে ৯ জন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুরে) ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিসার মোঃ আবুল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

জেলায় ৫১ জন প্রার্থীর মধ্যে সব চেয়ে আলোচনায় রয়েছে কন্ঠ শিল্পী কনক চাপা। তিনি সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়েছেন। তিনি স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন পত্র দাখিলের সময় জেলা রিটানিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা প্রার্থীদের আচরণ বিধি মেনে চলতে অনুরোধ করেন।

Bootstrap Image Preview