Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামায়াতকে মনোনয়ন দেবে বিএনপি, তবে যুদ্ধাপরাধীদের নয়ঃ নজরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে মনোনয়ন দিলেও কোন যুদ্ধপরাধীকে মনোনয়ন দেয়া হবে না বলে আশ্বস্ত করেন, বিএনপির নির্বাচন কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামীতে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে কোন যুদ্ধাপরাধীকে মনোনয়ন দেবে না বিএনপি।

আওয়ামী লীগ ৫ জানুয়ারীর মত আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আদায় করতে চাচ্ছে বলে অভিযোগ করে তিনি আরো বলেন, ভোটারবিহীন এই সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করার মহা তৎপরতা চালাচ্ছে। ভীষণ অসুস্থ হলেও জেলখানায় তিলে তিলে শেষ করার জন্য বিএনপি’র নেতাকর্মীদের কোন চিকিৎসা দেয়া হয় না। এভাবে চিকিৎসা না পাওয়ায় আওয়ামী শাসনামলে বিএনপি’র তৎকালীন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুসহ বিএনপি’র অনেক নেতাকর্মীর জেলখানায় করুণ মৃত্যু হয়েছে।

গতকাল গাজীপুর কারাগারে এই ধরণের নির্মম ও করুণ মৃত্যুর আরেকজন শিকার হলো তেজগাঁও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল তামিম বলে জানান তিনি।

মির্জা আব্বাস এর বাসায় ঢোকা ও বেরুনোর সময় নেতাকর্মীদেরকে লাগাতার গ্রেফতার করছে আইন শৃঙ্খলা বাহিনী বলে অভিযোগ করেন নজরুল ইসলাম। তিনি বলেন, কয়েকদিন ধরে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর শাহজাহানপুরস্থ বাসা সার্বক্ষনিক ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বিএনপির এই নেতা আরো অভিযোগ করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় নরসিংদীতেও নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা করছে না সরকার দলীয় প্রার্থীরা। বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর নামে মিথ্যা মামলা দায়ের করে তাকে নির্বাচন থেকে দুরে রাখার ষড়যন্ত্র চলছে। জেলাব্যাপী পুলিশ প্রশাসন সরকারী দলের প্রার্থীদের পক্ষে কাজ করছে।

গতকাল রাত ১০টায় আদাবর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামালকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোন হদিস দিচ্ছেনা তারা। এ বিষযে বারবার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কামালকে আটকের বিষয়টি অস্বীকার করছে। বিষয়টি চলমান গুম ও অদৃশ্য করারই ধারাবাহিকতা বলে অভিযোগ করেন তিনি।

এসময় বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview