Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১১:০১ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১১:০১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিক্ষুব্ধ জনতা। তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে কয়েক হাজার মানুষ। বহিরাগত হিসেবে উল্লেখ করে আসনটিতে তাকে প্রার্থী না করার জন্য আহ্বান জানান তারা।

বুধবার সকালে শহরের পুরাতন হাসপাতাল সড়ক থেকে ঝাড়ু মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাটে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে রুহুল আমিন হাওলাদারের কুশপুতুল দাহ করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা হাওলাদারকে পটুয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করে।

দশম সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন রুহুল আমিন হাওলাদার। কিন্তু গত পাঁচ বছরে তিনি এলাকায় খুব একটা যাননি বলে অভিযোগ রয়েছে। এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে তাকে কাছে পাননি কেউ।

একাদশ সংসদ নির্বাচনের জন্য এই আসনে জাপার এই নেতাকে মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হন সাধারণ জনতা ও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবারও হেলিকপ্টারযোগে হাওলাদারের পটুয়াখালীতে আসার খবর পেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার বাসার সামনে জড়ো হয়ে জাপা নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় জনতা।

Bootstrap Image Preview