Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, বিস্ফোরণ-গুলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৯:৪৬ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুন্সিগঞ্জে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় দুই পুলিশসহ দুই পক্ষে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমাদানের সময় টঙ্গীবাড়ী বাজারে এলাকায় পুলিশের উপস্থিতেই এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা ও এক যুবদল নেতাসহ ১৫ জনকে আটক করে পুলিশ। অন্যরা হলেন: শাহাদাত, আমির হোসেন, সানি, বিপ্লব, আলামিন, জনি, এরশাদ, মিজানুর , শহীদ। সেখান থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে টঙ্গীবাড়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান বিএনপির মনোনয়নের চিঠি পাওয়া দলটির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। তার সঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি রিপন মল্লিকের রাজনৈতিক বিরোধ চলে আসছিল। আর এই নেতার কয়েকশ অনুসারী সিনহা সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সিনহা সমর্থকদের লাঠিসোঠা নিয়ে ধাওয়া করে মল্লিকের সমর্থকরা। সিনহা সমর্থকরা রুখে দাঁড়ালে দুই পক্ষে শুরু হয় সংঘর্ষ। মল্লিকের সমর্থকরা এক পর্যায়ে সিনহার গাড়ি লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল ছুঁড়ে। তার ল্যান্ড ক্রুজার মডেলের গাড়িটি ভাঙচুরও করা হয়। এ সময় চালক গাড়িটি উপজেলা কমপ্লেক্সে ঢুকিয়ে দেন। এর পরেও দুই পক্ষের সংর্ঘষ চলতে থাকে। এ সময় অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ ও বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়। আহত হয় দুই পুলিশ সদস্যও। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নিয়ে যাওয়া হয় টঙ্গীবাড়ী হাসপাতালে। এর মধ্যেই উপজেলা রির্টানিং কর্মকর্তা হাছিনা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন সিনহা।

মিজানুর রহমান সিনহা বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে আসলে আমার সমর্থকদের উপর হামলা চালায় একপক্ষ। এর বেশি কিছু বলতে চাই না ।

বিএনপি নেতা রিপন মল্লিক বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নেই। শুনলাম মিজান সিনহার সমর্থক দেলোয়ার হোসেন দেলু আমার এক কর্মীকে বকাঝকা করলে আমার সমর্থকরা প্রতিবাদ করে। এসময় আমার লোকদের উপর হামলা চালায় তারা।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। সেখান থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview