Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একই আসনে মনোনয়ন জমা দিয়েছে কাদের সিদ্দিকীসহ ৩ ভাই

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:৪৬ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ নম্বর কালিহাতী আসন থেকে সিদ্দিকী পরিবারের তিন ভাই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন— আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও কেন্দ্রীয় সদস্য সরকারি সাদত কলেজের সাবেক ভিপি শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী।

আজ বুধবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত দেবনাথের নিকট তারা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকালে লতিফ সিদ্দিকী সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। এ সময় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার অনুরোধ করেন।

হজ্ব ও তাবলিক জামাত নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে মন্ত্রীসভা, দলীয় পদ থেকে অপসারিত এবং সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী। এরপর ২০১৭ সালের জানুয়ারী মাসে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি নির্বাচিত হন। ওই উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিলেও ঋণ খেলাপির কারণে তার প্রার্থীতা অযোগ্য ঘোষণা করেন উচ্চ আদালত। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সোহেল হাজারীকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

কালিহাতীর দুটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ১১ হাজার ৮৮ জন । সেখানে পুরুষ ভোতার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৯০৫ এবং নারী ভোটার আছেন ১ লাখ ৫৬ হাজার ১৮৩ জন।

এছাড়া কাদের সিদ্দিকী ও তার মেয়ে কুড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ সখিপুর-বাসাইল আসন থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা। এদিকে সিদ্দিকীদের আরেক ভাই মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৫ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

Bootstrap Image Preview