Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন ৪৫ জনকে আ. লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:২৯ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ জনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে ৪৫ জন নতুন রয়েছে  বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি সভানেত্রী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ থেকে এবার নতুন ৪৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, প্রত্যাহার পর্যন্ত সমীকরণ কোথায় গিয়ে ঠেকে অপেক্ষা করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে ততই বিএনপি আরও জনসমর্থন হারিয়ে ফেলছে, বিএনপির ভাঙা হাট নেতায় নেতায় ঐক্য হচ্ছে, ভাঙা হাট জমছে না। সারা দেশে গণজোয়ার। একজন বলেছিলেন এক মাস পরে নাকি চেহারা বদলে যাবে। চেহারার বদল কি দেখলেন?

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview