Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিকল্পধারা নেতা শমসের মবিনের গাড়িতে বিএনপি নেতাকর্মীর ‘লাথি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৮:০৯ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১১:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরীর গাড়িতে গাড়িতে আক্রমণ করেছে বিএনপির নেতাকর্মীরা। বর্তমানে তিনি বি. চৌধুরীর বিকল্প ধারার সভাপতিমণ্ডলীর সদস্য।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মনোনয়নপত্র জমা দিয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে সেখানে উপস্থিত বিএনপি সমর্থকরা বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে শমসের মবিন চৌধুরীর গাড়িতে লাথি দেয়ার ঘটনা ঘটে। অন্যরা চৌধুরীকে নিয়ে তীর্যক মন্তব্য করতে থাকেন।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। সেখানে দেখা যায়, মনোনয়ন ফরম জমা দিতে স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিন বছর আগে বিএনপি ত্যাগ করা শমসের মবিন। ফরম জমা দেওয়ার আগে ডিসি অফিসের কাছে কিছু বিএনপি নেতাকর্মী দাঁড়িয়ে থাকলেও একজন গাড়ির গ্লাসে লাথি মারেন।

এ বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, ডিসি অফিসে আক্রমণের কোন ঘটনা ঘটেনি। সেখানে বিএনপির অনেক নেতাকর্মী ছিলেন। অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে তাদের সঙ্গে কথা হয়েছে।

এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন শমসের মবিন।

এ সময় শমসের মবিন বলেন, আশা করি শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দেবে। এ নিয়ে মহাজোটের মধ্যে আলাপ-আলোচনা চলছে।

Bootstrap Image Preview