Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার বিকল্প ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:২৮ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:২৮ PM

bdmorning Image Preview


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টায় ফখরুলের পক্ষ থেকে বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে। এটি ছাড়াও তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকেও লড়বেন।

কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। আজ দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে এ মনোনয়নপত্র জমা দেয়া হয়।

উচ্চ আদালতের রায় অনুযায়ী, ২ বছরের বেশু শাজা প্রাপ্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না । সে হিসেবে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে পারছেন না।

আদালত বলছেন, দুই বছরের বেশি সাজার দণ্ড হলে ওই ব্যক্তি ভোটে অংশ নিতে পারবেন না। আদালতের এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসনসহ বিএনপি ও আওয়ামী লীগের ১২-১৫ জনের ভোটে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

Bootstrap Image Preview