Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্রঃ এইচ টি ইমাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:১৫ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:১৫ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বুধবার (২৮ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে এ কথা জানান তিনি।

এইচ টি ইমাম বলেন, যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আসবেন। আমরা বলেছি পর্যবেক্ষকরা যেখানে যাবেন তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তালিকা চেয়েছি। তারা আগে থেকে তালিকা দিয়ে জানাবেন, কোথায় কি কি কাজ করবেন।

তিনি বলেন, মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আনন্দের খবর এই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ অবাধ সুষ্ঠু নির্বাচন, এই আদর্শ মার্কিনিরাও ধারণ করে। তাদের সঙ্গে আমাদের মতের যথেষ্ট মিল আছে। এজন্যই তারা আমাদের এখানে এসেছেন।

তিনি আরও বলেন, এটাই প্রথম নয়, এর আগে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক এসেছিলেন। ব্যক্তিগত ভাবে আমাদের সঙ্গে সব দেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু আমরা সব প্রচার করা জরুরি মনে করি না। অন্যান্য দলের সঙ্গে আমাদের পার্থক্য হলো তারা বিভিন্ন হোটেলে ডিনার প্রোগ্রাম করে, তারা দাওয়াত করেন, আবার কেউ কেউ বাড়িতে দেখা করতে যান। আর বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চতা এতখানি যে তারা বুঝে আমাদের একটা অন্য স্ট্যান্ডার্ড আছে। সেই উচ্চতর মানের জন্য তারা আমাদের এখানে আসেন।

Bootstrap Image Preview