Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাছ চুরি করতে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীর হামলায় আহত ১

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:২৫ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:২৬ PM

bdmorning Image Preview


নিজ ডোবা থেকে মাছ চুরি করতে বাঁধা দেওয়ায় সিরাজঞ্জের দ্যা এশিয়ান এইজ, দেশকাল ও সময়ের কন্ঠস্বরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশিরের বাবাকে মারধর করেছে এলাকার একদল সন্ত্রাসী। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শষ্য বিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা দোবিল গ্রামে। গুরুতর আহত ধান ব্যবসায়ী ইসমাইল হোসেন (৫০) দোবিলা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সাংবাদিকের বাবা ধান ব্যবসায়ী ইসমাইল হোসেন ব্যবসায়ীদের ধান লোড শেষ করে দোবিলা বাজারে ব্যবসার টাকার হিসাব করছিলেন। এই সময় এলাকার এক লোক এসে তাকে খবর দেয় যে, তার ডোবা থেকে মাছ চুরি করে ধরে নিয়ে যাচ্ছে দোবিলা পশ্চিমপাড়া গ্রামের মৃত দেলমুদ্দি ছেলে জামাল, আকুরবারে ছেলে আলহাজ্ব, আব্দুল জলিলের ছেলে জালাল ও জলিল।

তিনি তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছায় ও তাদের মাছ ধরতে বাধাঁ দিলে তারা তার উপর হামলা করে গুরুতর জখম করে এবং তার পকেটে থাকা ধান বিক্রির নগদ এক লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে ইসমাইল হোসেনকে সরিষা ক্ষেতে ফেলে রেখে যায়। পরে সরিষা ক্ষেতে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই এলাকার গোলজার, মোক্তারসহ আরো অনেকে সেখান থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কতিপয় লোকজন ওই এলাকার বখাটে, মারামারি করাই তাদের পেশা। এর আগেও গ্রামের মেম্বার আব্দুল রশিদকে মারধর করে গুরুতর আহত করেছিলো। বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত চিকিৎসা চলছে ।

খুব দ্রুত আদালতে মামলা করবেন বলে জানান তিনি।



 

Bootstrap Image Preview