Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত পরে: ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০১:০২ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০১:০২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেয়া হচ্ছে, পরবর্তী সময় আলোচনাসাপেক্ষে জাতীয় ঐকফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার সকালে বেইলি রোডের নিজ বাসায় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. কামাল।

এদিন তার বাসায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নের বিষয়ে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ইভিএম বাতিল না করায় নির্বাচন বর্জন নয়, যে কোনো মূল্যে নির্বাচনে যাব।

প্রসঙ্গত, গতকাল সোমবার বিকাল থেকে প্রার্থীদের দলীয় মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন দেয়া অনেক আসনে একাধিক প্রার্থী রাখা হয়েছে।

তবে দলের প্রয়োজনে শেষ পর্যন্ত একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে।

বিএনপির মনোনয়ন ফরমে সই করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Bootstrap Image Preview