Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৫৩ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৫৩ AM

bdmorning Image Preview


নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের দেওয়া মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা ও তাঁর সমর্থকরা।

সোমবার বিকেলে উপজেলার শিবপুরে সাংসদ সিরাজুল ইসলাম মোল্লার রাজনৈতিক কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শিবপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিরাজুল ইসলাম মোল্লার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তাঁর সমর্থকরা অংশ নেন।

সিরাজুল ইসলাম মোল্লার উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাসিম আহমেদ হিরণ, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার ও পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ বাবলু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসিবুল আলম ভুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকারসহ অন্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাবেক সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহনের মনোনয়ন পরিবর্তন করে তৃণমূলের আস্থাভাজন ও জনপ্রিয় নেতা বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।

বক্তারা আরো বলেন, গত রবিবার দিনভর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দলের দেওয়া তথ্যমতে মনোনয়নপ্রাপ্ত হিসেবে সিরাজুল ইসলাম মোল্লার নাম প্রচারিত ও প্রকাশিত হয়। এতে শিবপুরের দলীয় নেতাকর্মীরা আনন্দিত হয়েছিলেন। কিন্তু পরে জহিরুল হক ভূঁইয়ার মনোনয়ন পাওয়ার খবরে তাঁরা হতাশ হয়েছেন। শিবপুরে দলীয় প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে সিরাজুল ইসলাম মোল্লার বিকল্প নেই।

এ সময় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দলীয় মনোনয়ন পরিবর্তনের সময় এখনো আছে। আমি দলীয় হাইকমান্ডে মনোনয়ন পুনরায় বিবেচনার জন্য অনুরোধ জানাব। যদি মনোনয়ন পরিবর্তন না হয়, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও আগামী ২৮ নভেম্বর আবারও আপনাদের মতামত নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেব। আমি আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও পাশে থাকব, কেউ হতাশ হবেন না।’

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তাঁর পরিবর্তে জহিরুল হক ভূঁইয়া মোহনকে নৌকা প্রতীক দেওয়া হয়। পরে সিরাজুল ইসলাম মোল্লা স্বতন্ত্র নির্বাচন করে জহিরুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

Bootstrap Image Preview