Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে বিএনপির ৪৮ জন নেতাকর্মীর ৬ সপ্তাহের জামিন

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:৩৮ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধোর করার অভিযোগে মামলায় অভিযুক্ত ৪৮ জন নেতাকর্মীকে ৬ সপ্তাহের  জামিন দিয়েছে হাইকোর্ট।  

গতকাল সোমবার সকালে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েতুর রহমান ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। 

উল্লেখ্য গত ১৮ নভেম্বর রবিবার বিকেলে ভৈরব উপজেলা বিএনপির পক্ষ থেকে পৌর শহরের চন্ডিবের এলাকায় একটি কর্মীসভার আয়োজন করলে এ সভাকে কেন্দ্র করে দু পক্ষের নেতাকর্মীদের মধ্য সংর্ঘষ হয় । এসময় উভয়দলের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিন ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়। তারপর  ১৯ নভেম্বর সোমবার পুলিশ বাদী হয়ে বিএনপির ৪৮ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ জনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা করে। এই মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামকেও আসামি করা হয়।

মামলার পর থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছিল। উক্ত মামলায় মহামান্য হাইকোর্টের বেঞ্চ গতকাল সোমবার এজাহারভুক্ত ৪৮ জন বিএনপির নেতাকর্মীকে ৬ সপ্তাহের জামিন আদেশ দেন।

এবিষয়ে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার দিন যুবলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায় বিএনপি অফিস ভাংচুর করল কিন্ত পুলিশ উল্টো বিএনপির নেতাকর্মীরদের নামে মামলা করে। নির্বাচনী প্রচারনা থেকে দূরে রাখতে আওয়ামী লীগের নেতারা ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা করে হয়রানী করছে বলে তিনি দাবি করেন।

Bootstrap Image Preview