Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি পলাতক     

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৪৪ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মহাদেবপুর থানায় শিশুর বাবা হারুনুর রশিদ বাদী হয়ে অভিযুক্ত আক্কাস আলীর (৫০) বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর থেকে আক্কাস আলী পলাতক রয়েছে।  

আক্কাস আলী উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। স্থানীয় উত্তরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবিদ হোসেন সরকার ও ওয়ার্ড সদস্য বাদশা ঘটনাটি ধামাচাপা দিতে তালবাহনা করেছেন বলেও অভিযোগ করেন শিশুটির বাবা।

জানা গেছে, শিশুটি অভিযুক্ত আক্কাস আলীকে প্রতিবেশী সম্পর্কে দাদা বলে সম্মোধন করত। গত ১৫ অক্টোবর সকাল ৮টার দিকে বাড়ির পাশে গরুকে ঘাস খাওয়ার জন্য শিশুকে সঙ্গে নিয়ে যান আক্কাস আলী। এসময় আশপাশে কেউ না থাকার সুযোগে ধানক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করায় ছেড়ে দেওয়া হয়।

এরপর শিশুটি বাড়িতে এসে কান্না করে। পরে তার মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে। ওই শিশুর পরিবার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করলে ধামাচাপা দিতে চেষ্টা ও কালক্ষেপণ করেন এবং নির্বাচনের পর সমাধান করে দিবেন বলে আশ্বস্থ করা হয়। 

এদিকে শিশুটির পরিবার সম্মানের কথা ভেবে গোসল করতে গিয়ে আহত হয়েছে বলে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করান। কিন্তু দিন দিন শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২২ অক্টোবর নওগাঁ সদর হাসাপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে শিশুটির অবস্থা পূর্বে থেকে অনেক ভাল বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ওই ঘটনার পর ২৩ অক্টোবর শিশুটির বাবা হারুনুর রশিদ বাদী হয়ে অভিযুক্ত আক্কাস আলীর বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা করেন।

উত্তরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবিদ হোসেন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগী শিশুর বাবাকে আইনী পদক্ষেপ গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণের মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। ঘটনার পর থেকে আসামি পলাতক আছে।  
 

Bootstrap Image Preview