Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা সিটিতে ধানের শীষ প্রতীক পেলেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:২০ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে দলটি।

আজ সোমবার দুপুর ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি হস্তান্তর শুরু হয়। এরপর বিকাল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া শুরু হয়।

মনোনয়ন পেলেন যারা

ঢাকা সিটি-

ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ আবুল বাশার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবীব-উন নবী সোহেল, ঢাকা-১৩ আবদুস সালাম

নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ সানাউল্লাহ মিয়া।

সিলেট বিভাগ-

সিলেট-২ তাহসিনা রুশদীর, মৌলভীবাজার-২ সুলতান মুহাম্মদ মনসুর (ঐক্যফ্রন্ট)।

বরিশাল বিভাগ-

ঝালকাটি-১ ব্যারিষ্টার শাহাজান ওমর, ঝালকাটি-২ রফিকুল ইসলাম জামাল, ইসরাত জাহান ইলেন ভ্রুট্র, পিরোজপুর-৩ রুহুল আমিন দোলাল, বরগুনা- ১ মতিউর রহমান তালুকদার, নজরুল ইসলাম মোল্লা, বরগুণা ২ নুরুল ইসলাম মনি,।

পটুয়াখালি- ১ আলতাফ চৌধুরী,পটুয়াখালি -২ সুরাইয়া আক্তার চৌধুরী, শহিদুল আলম তালুকদার, সালমা আলম,। পটুয়াখালি -৩ মো: হাসান মাহমুদ, মো: শাহাজান, পটুয়াখালি-৪ আলহাজ এবি এম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মনি,।

বরিশাল -‌১ জহির উদ্দিন স্বপন ও আবুল হোসেন, বরিশাল-২ শরফুদ্দিন শান্টু, বরিশাল-৩ অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল -৪ মেজবাহ উদ্দিন ফরহাদ ও রাজীব আহসান, বরিশাল-৫, মুজিবর রহমান সারোয়ার ও মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল -৬ আবুল হোসেন খান।

ভোলা-১ গোলাম নবী আলমগীর, ভোলা-২ হাফিস ইব্রাহীম ও রফিকুল ইসলাম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম

রংপুর বিভাগ-

পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ তাসমিয়া প্রধান (২০ দলীয় জোট), ঠাকুরগাঁও-১ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর-১ মোকাররম হোসেন, রংপুর-২ ওয়াহিদুজ্জামান মামুন/মোহাম্মদ আলী, রংপুর-৩ মোজাফফর আহমেদ/রিতা রহমান, রংপুর-৪ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ সোলাইমান আলম/ডা. মমতাজ, রংপুর-৬ সাইফুল ইসলাম। দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম/মামুনুর রশিদ, দিনাজপুর-২ সাদিক রিয়াজ পিনাক, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম/মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর-৪ হাফিজুর রহমান/আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এজেডএম রেজওয়ানুল হক/জাকারিয়া বাচ্চু, দিনাজপুর-৬ লুৎফর রহমান মিন্টু/শাহীনুর ইসলাম মন্ডল।

রাজশাহী বিভাগ-

বগুড়া-৬ ও ৭ আসনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুণ-অর রশিদ, রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল ইসলাম, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আবু হেনা, রাজশাহী-৫ নাদিম মোস্তফা, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁন। নাটোর-১ তাইফুল ইসলাম টিপু/অধ্যক্ষ কামরুন নাহার শিরীন, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার, পাবনা-৫ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

চট্টগ্রাম বিভাগ-

নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৩ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ। লক্ষ্মীপুর-১ শাহাদাত হোসেন সেলিম (এলডিপি),লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪ আশরাফ উদ্দিন নিজাম। ফেনী-১ খালেদা জিয়া, ফেনী-২ ভিপি জয়নাল, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু।

এর আগে দুপুরে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নের চিঠি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এরপর বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নের চিঠি নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালকুদার লালু।

বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে নাম ঘোষণা শুরুর আগে বিএনপি মহাসচিব বলেন, আমরা সিনিয়রদের আসনগুলো বাকি রেখে একটি আসনে একাধিক প্রার্থী রেখেছি, যাতে একজনের সমস্যা হলে আরেকজন নির্বাচন করতে পারেন।

তিনি নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনে ইসি ব্যর্থ বলেও জানান তিনি। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের জন্যও ইসিকে দায়ী করেন ফখরুল। সেইসঙ্গে পটুয়াখালী-৩ আসনে সিইসির ভাগিনা আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভিড় এড়াতে তিন বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য আলাদা সময় ঠিক করা হয়। আজ বিকেল ৪টা থেকে বরিশাল বিভাগের, সন্ধ্যা ৬টার দিকে রংপুর বিভাগের এবং রাত ৮টায় রাজশাহী বিভাগের মনোনীত প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হবে।

জানা গেছে, বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু দুই জোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে।

মাঠ জরিপ ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাদের মত নিয়ে দলের স্থায়ী কমিটির প্রার্থীদের খসড়া তৈরি করে রাখে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সময় তালিকার খসড়া করা হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, কোনো কোনো আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। ওই সব আসনে মনোনয়ন প্রত্যাহারের আগে একক প্রার্থী দেবে বিএনপি।

কোনো কোনো আসনে দুজন রাখা হচ্ছে এ কারণে যে, আইনি জটিলতায় কারও প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, তবে সেখানে যেন প্রার্থী শূন্য না থাকে। তাই কোনো কোনো আসনে কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র দেয়া হতে পারে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হবে।

Bootstrap Image Preview