Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, মে ২০২৪ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৩:৫৯ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৩:৫৯ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলা লোকগানের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগম।

ফোকগানের দেশবরেণ্য এই গায়িকা রবিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠিটি গ্রহণ করেন। তাকে মানিকগঞ্জ-২ (সিংগাইর, মানিকগঞ্জ সদরের একাংশ ও হরিরামপুর) আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

এই আসনে বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছেন। এই আসন থেকে তিনি ২০০৮ সালে সংরক্ষিত আসনে প্রথম নির্বাচিত হয়েছিলেন এরপর ২০১৪ সালের নির্বাচনে এমপি হন।

উল্লেখ্য, গত রবিবার (২৫ নভেম্বর) ২৩০ টি আসনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এমনকি কোন কোন আসনে বিকল্প হিসেবে দুইজন অথবা তিনজনকেও চিঠি দেওয়া হয়েছে।  

 

Bootstrap Image Preview