Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-২: কামরুল ইসলামকে মনোনয়ন দেয়ায় সড়ক অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৩:৩৬ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


ঢাকা-২ আসনে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ (সোমবার) সকাল ১১টা থেকে অসংখ্য নেতা-কর্মী উপজেলা পরিষদের সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

ঢাকা-২ আসনে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে মনোনয়ন না দিয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহীন আহমেদ এই আসনে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভের এক পর্যায়ে তারা ঢাকা-নবাবগঞ্জ সড়ক বন্ধ করে দেয়। নেতাকর্মী রাস্তার উপর শুয়ে বসে নানা শ্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে ঢাকা জেলা পরিষদের সদস্য ও জেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন জানান, এই আসনে আ’লীগের যোগ্য প্রার্থী শাহীন আহমেদ। তৃনমূলের নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছে। আমরা খাদ্যমন্ত্রীর মনোনয়ন মানি না, মানবো না।

খাদ্যমন্ত্রী একজন জনবিচ্ছিন্ন নেতা হিসেবে উল্লেখ করেন তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক। 

ঢাকা জেলা (দক্ষিন) ছাত্রলীগের সাধারন সম্পাদক ইহসান আরাফ অনিক জানান,শাহীন আহমেদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে স্থানীয় আ’লীগ সংগঠিত রয়েছে। আমরা তাকে এই আসনে আ’লীগের প্রার্থী হিসেবে দেখতে চাই।

শেষ খবর পাওয়া সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। তবে দাবি না মানলে আগামীকাল আবার কর্মসুচী পালন করা হবে বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, রবিবার ঢাকা-২ আসনে আ’লীগের মনোনয়ন পান খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।

Bootstrap Image Preview