Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রংপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০২:১৭ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৩:০৫ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে রংপুরের বেশ কয়েকটি আসনে চুড়ান্ত প্রার্থীদের নাম জানা গেছে।

আজ সোমবার দুপুর ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি হস্তান্তর শু হয়।

রংপুরে বিএনপির মনোনয়ন পেয়েছেন-  রংপুর-১ মোকারম হোসেন সুজন, রংপুর-১ ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদআলী, রংপুর-৩ মোজাফফর আহমেদ ও রিতা রহমান,   রংপুর-৪ এমদাদুল হক ভরসা,  ৫ সোলাইমান আলম ও ড. মমতাজ, রংপুর-৬ সাইফুল ইসলাম

জানা গেছে, বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু দুই জোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে।

অন্য বিভাগগুলোর মধ্যে বরিশাল বিভাগর প্রার্থী তালিকা বিকালে ও রাজশাহী বিভাগের প্রার্থী তালিকা রাতে প্রকাশ করা হবে।

মাঠ জরিপ ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাদের মত নিয়ে দলের স্থায়ী কমিটির প্রার্থীদের খসড়া তৈরি করে রাখে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সময় তালিকার খসড়া করা হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, কোনো কোনো আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। ওই সব আসনে মনোনয়ন প্রত্যাহারের আগে একক প্রার্থী দেবে বিএনপি।

কোনো কোনো আসনে দুজন রাখা হচ্ছে এ কারণে যে, আইনি জটিলতায় কারও প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, তবে সেখানে যেন প্রার্থী শূন্য না থাকে।

তাই কোনো কোনো আসনে কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র দেয়া হতে পারে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হবে।

Bootstrap Image Preview