Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারিয়াকান্দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

 সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০১:২৬ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০১:২৬ PM

bdmorning Image Preview


বগুড়ার সারিয়াকান্দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সম্মেলন ও  আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।   

রবিবার (২৫নভেম্বর) বেলা ১১ঘটিকায় সরকারি আব্দুল মান্নান মহিলা কলেজের অডিটোরিয়াম হল রুমে উপজেলা আনসার অফিসার মোহাম্মাদ হাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরিফ আহম্মেদ।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহের মতো ভয়াবহ বিষয়গুলোকে প্রতিরোধ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গুরুত্ব অপরিসীম। এছাড়া একজন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের যে ক্ষমতা দেওয়া হয়েছে অন্য দশজন ব্যক্তি এমনকি সাংবাদিকদের তা দেওয়া হয়নি। সাংবাদিকরা জাতির দর্পনস্বরুপ হলেও নির্বাচন মনিটরিং ক্ষেত্রে তা ভিন্ন রুপে দায়িত্ব পালন করতে দেখা যাবে। কিন্তু একজন আনসার কিংবা গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে  আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম লতা, জেলা মনিটরিং অফিসার জি.এম হাসান, উপজেলা সহকারি অফিসার মরিয়ম প্রমুখ। এসময় ইউনিয়ন ও পৌরসভার দলনেতা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

Bootstrap Image Preview