Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুশিয়ারা নদীতে পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১১:৫৯ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১২:০২ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে গোসলে নেমে তান্নী বেগম (১০) নামে এক পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

রবিবার (২৫ নভেম্বর) বিকেল দুইটায় কুশিয়ারা নদীর পশ্চিম মল্লিকপুর গ্রামের অংশে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ তান্নী বেগম উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় হাজী করমউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার পিএসসির গণিত পরীক্ষা দিয়ে দুপুরে তান্নী বেগম ও তার সহপাঠী ৪ জন একসঙ্গে কুশিয়ারা নদীর পশ্চিম মল্লিকপুর গ্রামের অংশে গোসলের জন্য নামে। গোসলের একপর্যায়ে তান্নী বেগম কুশিয়ারা নদীর পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস টিম প্রায় ৩ ঘন্টা উদ্বার তৎপরতা চালিয়ে নিখোঁজ তান্নীর কোন খোঁজ পায়নি। 

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, আমরা ৩ ঘন্টা উদ্বার তৎপরতা চালিয়ে নিখোঁজ মেয়ের সন্ধান পায়নি। রাতে কাজ করা যায় না। তাই আজ সকাল থেকে আবারো উদ্বার কাজ শুরু হবে। 
 

Bootstrap Image Preview