Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে নকল কসমেটিকস কারখানার সন্ধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:৫৮ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১০:০১ AM

bdmorning Image Preview


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের আরাপপুরে ফেয়ার এন্ড ফ্রেশ নামের একটি নকল কসমেটিকস কারাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল কসমেটিকস প্রসাধনী সামগ্রী জব্দ করেছে র‌্যাব।

গতকাল রবিবার দুপুর দুইটার দিকে এ অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক কারখানা মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর স্কয়ার কমান্ডার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নকল কসমেটিকস তৈরি কারখানায় দুপুরে অভিযান চালায়। অভিযানকালে তারা দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির নামে তৈরিকৃত অন্তত ৪০ প্রকারের বিপুল পরিমান কসমেটিক সামগ্রী জব্দ করে।

জেলার শৈলকুপার রতিডাঙ্গা গ্রামের গোলাম আলীর ছেলে আব্দুর রহমান সিপন এ নকল কারখানাটি তৈরি করে দীর্ঘদিন ধরে নকল কসমেটিকসের ব্যবসা করে আসছিল। অভিযানের সময় কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।

পরে ভ্রাম্যমান আদালতের বিচার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত, ভোক্তা অধিকার আইন ২০০৯(৫০) ধারায় দুই লক্ষ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করেছে।

Bootstrap Image Preview