Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:৩১ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:৩১ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের দায়ে মোঃ সোনা উল্লাহ (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেন।সাজাপ্রাপ্ত সোনা উল্লাহ বেলকুচি উপজেলার বালাবাড়ী গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শেখ আবদুল হামিদ লাবলু মামলার বরাত দিয়ে জানান, ২০০৬ সালের ৮ মার্চ গভীর রাতে শাহজাদপুর উপজেলার ঘোরশাল নতুনপাড়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী মর্জিনা খাতুনের (২৭) ঘরে প্রবেশ করে পার্শ্ববর্তী বালাবাড়ী গ্রামের সোনা উল্লাহ। এ সময় গৃহবধূ মর্জিনার বুকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মর্জিনা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত শেষে পুলিশ সোনা উল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন।

Bootstrap Image Preview