Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০২:৫৮ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০২:৫৮ PM

bdmorning Image Preview


বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ মোরশেদ আলমকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রবিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতির সই করা মনোনয়নের চিঠি দেয়া শুরু করে দলটি।

সেখানে আলহাজ মোরশেদ আলমের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

গত ১০ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন আলহাজ মোরশেদ আলম। সেদিন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, আমি সবার কাছে দোয়া চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আমিও আমার জায়গা থেকে শরিক হতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের উন্নয়ন কাজে সহযোগিতা করতে চাই।

এর আগে মোরশেদ আলম দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন (সেনবাগ-সোনাইমুড়ি) থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আলহাজ মোরশেদ আলম তার এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview