Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকার বৈঠা পাননি যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০২:২৬ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতা এবং বিজয়ের সম্ভাবনা বিবেচনায় এবার নতুন কিছু মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ, সেক্ষেত্রে বাদের খাতায় নাম পড়ে গেছে অনেক হেভিওয়েটেরও।

রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

মনোনীত হিসেবে যারা চিঠি নিয়ে কার্যালয় থেকে বের হয়েছেন, তারা হলেন- আসলামুল হক আসলাম (ঢাকা-১৪), সাদেক খান (ঢাকা-১৩), মুজিবুল হক (কুমিল্লা-১১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইঞ্জিনিয়ার এনামুল হক (রাজশাহী-৪), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪)।

বাদের খাতায় পড়ে গেছেন ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। কক্সবাজারের সমালোচিত এমপি আবদুর রহমান বদি।

Bootstrap Image Preview