Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১১:৫৩ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১১:৫৩ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। সকাল থেকেই দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড় ছিল। তারা আগেই আভাস পেয়েছিলেন আজ চূড়ান্ত মনোনয়নের টিকিট তুলে ধরা হবে।

রবিবার সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়েছে। মনোনয়নের চিঠি নিয়ে বেরিয়ে এসে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের কর্মী-সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

দলীয় সূত্রে জানা গেছে, বেশিরভাগ আসনে আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছিল আওয়ামী লীগ। মহাজোটের শরিকদের দেয়া হবে নির্দিষ্টসংখ্যক আসন।

এবার প্রথমবারের মতো যারা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শেখর। তিনি মাগুরা-১ আসন থেকে নির্বাচন করবেন।

গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন তরুণ এমপি জাহিদ আহসান রাসেল। তিনি এ আসনের তিনবারের এমপি।

মনোনয়ের চিঠি পেয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা মহীউদ্দীন খান আলমগীর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিও মনোনয়নের টিকিট পেয়েছেন। দীপু মনি চাঁদপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন।

দলীয় প্রার্থী চূড়ান্ত করার পর শনিবার দিনভর মহাজোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সিরিজ বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকে এসব দলের নেতার কাছ থেকে প্রার্থী তালিকা নেয়া হয়। শরিকদের কাছ থেকে পাওয়া নামগুলো প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে রাতে গণভবনে দলের শীর্ষ নেতারা এ তালিকা নিয়ে বৈঠক করেন।

এ সময় আসন ও প্রার্থীর নাম ধরে ধরে পর্যালোচনা করা হয়। আসন বণ্টন নিয়ে জানতে চাইলে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা ইন্টারনাল (নিজেদের মধ্যে) আলোচনা করছি, ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। যুক্তফ্রন্ট এবং কয়েকটি ইসলামী দলের সঙ্গেও আলোচনা হয়েছে। এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ-আলোচনার পর্যায়ে আছে। রোববারের মধ্যে (আজ) সব কিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।

ধারণা করা হচ্ছে, জোটের সঙ্গে আওয়ামী লীগের আসন বণ্টনের ফয়সালা হয়ে গেছে। তাই দলীয় প্রার্থীদের মনোনয়নের টিকিট দেয়া হচ্ছে। জোটের প্রার্থীদের নামও ঘোষণা করা হবে আজ বা কাল।

Bootstrap Image Preview