Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন!

তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৭:৪৯ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৭:৫১ PM

bdmorning Image Preview


বগুড়ার গাবতলীতে দুর্গহাটা উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৭৫ বছর পূর্তি উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের ২২বারের সভাপতি ও দুর্গাগাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্কুলের প্রাক্তন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধক্ষ্য ও নর্দান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ ডা. মোঃ শামসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার এ অর্জণের পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। যা তোমাদের মাধ্যমেও অর্জন করা সম্ভব। এজন্য তোমাদের অধ্যাবসায়ী হতে হবে। পাঠের প্রতি মনোযোগী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়ারেজ আনসারী ও থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম হোসেন মাদক-জঙ্গীবাদ, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সোচ্চার ভূমিকা রাখার জন্য বিশেষ আহবান করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মোঃ আব্দুল বারী, দুর্গাহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কোমান্ডার আব্দুল ওয়াদুদ, সাবেক ছাত্র আসাদুজ্জামান, মিনারুল ইসলাম, আশরাফু ইসলাম প্রমুখ।

বক্তব্যে সকলে বলেন, আজকের এ অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হল সাবেক শিক্ষার্থীদের অর্জনকে নুতন প্রজন্মের কাছে উপস্থাপন করা ও নতুন পুরাতনদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ক্যাপ প্রদান করেন জোড়গাছা মডেল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী রায়হান।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের সৃতি চারণসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান বাদশাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
 

Bootstrap Image Preview