Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview


সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ। এসময় আহত হয়েছেন একজন।

শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের মজিদপুরে এবং আশুলিয়ার নয়ারহাট কোহিনুর স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক নিহত নারীর স্বামী সোহেল রানা। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানায়। আহত সোহেল শেখ রাসেল ক্লাবের ফুটবল খেলোয়াড় বলে জানা যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানায়, নিজ গ্রাম মানিকগঞ্জ থেকে সাভারের আসার পথে আশুলিয়ার নয়াটহাট এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাদের পিছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই মোটরসাইকেলে থাকা নারী আফরিন আক্তার ঘটনাস্থলেই মারা যান। পরে আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে আবদুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে সাভারের মজিদপুর এলাকায় ‘ইতিহাস পরিবহন’ নামে একটি বাসের চাপায় মাহেলা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহতের বাড়ি সাভারের মজিদপুর এলাকায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview