Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাজরিন মালিকের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০২:২৬ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০২:২৬ PM

bdmorning Image Preview


তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনের ফাঁসি দাবিতে মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। এছাড়া মানববন্ধনে শ্রমিকদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ্য টাকা নির্ধারণসহ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি তারা জানান।  

আজ শনিবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে আইবিসির চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইবিসির মহাসচিব সালাউদ্দিন স্বপন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন, মোঃ তৌহিদুর রহমান, বাবুল আক্তার, নাজমা আক্তার, রুহুল আমিন, নুরুল ইসলাম, সহিদুল্যা বাদল, রাশেদুল আলম রাজু, চায়না রহমান, কবিরুল হাসান, সীমা আক্তার, ফরিদা আক্তার।

এসময় বক্তারা বলেন, তাজরিন অগ্নিকাণ্ডের ৬ বৎসর পার হলেও এর বিচার এখনো নিরবে কাদঁছে। ১১২ জন শ্রমিকের হত্যাকারি মালিক দেলোয়ার হোসেন আজও মুক্ত বাতাসে গাঁ ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছে।

তারা বলেন, নিরহ শ্রমিকদের জীবন হরনকারী এ সকল প্রভাবশালি ব্যাক্তিদেরকে আমাদের আইন সমীহর চোখে দেখছে। এই ঘটনার সাথে সংস্লিষ্ট অন্যন্ন ব্যক্তিরাও আইনের চোখ ফাকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা অভিযোগ করেন সরকার নতুন সংশোধিত শ্রম আইনে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ২ লাখ টাকা নির্ধারণ করে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন। মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ হওয়া উচিত।

তারা বলেন, অবিলম্বে তাজরিন মালিকের ফাঁসি এবং এই ঘটনার দায়ে অভিযুক্ত অন্যদেরকে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ এবং নিখোঁজ শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া ও কারখানা চলাকালীন সময়ে গেট খোলা রাখতে হবে।

Bootstrap Image Preview