Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলা প্রশাসনের আশ্বাসে গৃহে ফিরছে ঝিকরগাছা মাটিকোমরার পুরুষেরা 

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০২:০৯ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview


যশোরের ঝিকরগাছা মাটিকোমরা গ্রামে ভুয়া ডিবি পুলিশ ভেবে তাদের ওপর হামলার ঘটনার পুরুষশূন্য ১০ দিন পার করেছিল গ্রামবাসী। অবশেষে জেলা প্রশাসনের আশ্বাসে মাটিকোমরা গ্রামে নিজ গৃহে ফিরতে শুরু করেছেন পুরুষেরা।

জানা গেছে, গত ৮ নভেম্বর/১৮ইং রাতে সন্দেহিত ভুয়া ডিবি পুলিশ ভেবে যশোরের ডিবি পুলিশের চার সদস্যর ওপর হামলা করেছিল মাটিকোমরা গ্রামবাসি। হামলায় ডিবি পুলিশের চারজন মারাত্মক ভাবে জখম হন ও  তাদের ব্যবহৃত প্রাইভেট কারও ভাঙচুর করেছিল।

ঘটনার পর ওই রাত থেকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪৪ জনকে আটক ও ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০/৮০ জনের নামে মামলা দায়ের হয়।

গ্রেফতারের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়ে উপজেলার মাটিকোমরা গ্রামটি। গ্রামের নারীরাও ছিলেন চরম আতঙ্কে।

গত ১৭ নভেম্বর মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সমাবেশে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসের পর থেকে আবার প্রাণ ফিরে পেয়েছে গ্রামটিতে। বাড়িতে ফিরতে শুরু করেছে পুরুষেরা।

এ ব্যাপারে মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের আগের পরিবেশ ফিরে এসেছে। সকল শিক্ষার্থী বিদ্যালয়ে ফিরেছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার ফরম পূরণ সম্পূর্ণ হয়েছে। মাঠ ঘাটসহ সর্বস্তরে স্বাভাবিক আছে।

Bootstrap Image Preview