Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেট্রোল বোমাসহ জামায়াতের ৮ কর্মী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১০:৫২ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১০:৫৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রংপুর সদর থানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামির থানা আমির ওয়াজেদ আলী শাহসহ (৬১) ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার সকালে উপজেলার দামুদরপুর লাবুর মিল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন র‌্যাব-১৩ এর সদস্যরা। গ্রেফতার করার বিষয়টি আজ বিকেলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক আহসান হাবীব।

এ সময় সেখান থেকে সাতটি পেট্রোল বোমা, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— জামায়াতে ইসলামীর রংপুর সাতগাড়ার সাংগঠনিক থানা আমীর ওয়াজেদ আলী শাহ (৩১) মধ্যপীরজাবাদ রহমতপাড়ার এরশাদুল হক (৩৬), রফিকুল ইসলাম (৬০), মতিয়ার রহমান (৫২) ও দামদুরপুর এলাকার মোজাম্মেল হক (৬০), রেদওয়ানুল হক (৩৮), মেরাজুল ইসলাম (৩০) এবং আব্দুল করিমকে (৬০)।

আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুরের সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার সকালে নগরীর দামুদরপুর লাবুর মিল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয়।  তাদের কাছ থেকে সাতটি পেট্রোল বোমা, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার হয়।

আহসান হাবীব আরও জানান, ওয়াজেদ আলী শাহের বিরুদ্ধে বিভিন্ন সময়ের একাধিক নাশকতার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জামায়াত-শিবিরকর্মীরা জানায়, তারা প্রায় সাত-আট বছর ধরে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন।

বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ তরুণদের উদ্বুদ্ধকরণ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহের কাজে লিপ্ত থাকার কথাওগ্রেফতারকৃতরা স্বীকার করেছেন বলে জানান ব্যারেব এই কর্মকর্তা। 

Bootstrap Image Preview