Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের সঙ্গে মিলন ও তার স্ত্রীর ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৭:২৬ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৭:২৬ PM

bdmorning Image Preview


সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে এ মাসের মাঝামাঝি সময় বিদেশ থেকে ফিরেন মিলন। কিন্তু, বিএনপি সূত্রে বলছে আদালতে তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, লুটপাট ও ভাঙচুরের ২৫টি মামলা রয়েছে।

তাকে গ্রেফতার করার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে- ডিবির কয়েকজন সদস্য আটক করতে গেলে বাহিনীটির ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে অনুরোধ করছেন এহছানুল হক মিলন। মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী লাইভ ভিডিওতে কথা বলছেন।

তা তুলে ধরা হলো-

মিলনের স্ত্রী বলছেন, 'আপনারা তাকে (মিলনকে) কোথায় নিয়ে যাচ্ছেন, পুলিশ তখন বলছেন আপনি চিন্তামুক্ত থাকেন।' পুলিশ বলছে 'আমরা তাকে কোর্টে নিয়ে যাবো'।

পুলিশের উদ্দেশ্যে মিলন : আপনি কথা বলেন না। ওর (স্ত্রী) সাথে কথা বলতে আপনার সমস্যা কী, নেন কথা বলেন।

পুলিশ : অাপা আপনি মন খারাপ কইরেন না।

স্ত্রী : না আপনারা ওনাকে কোথায় নিয়ে যাবেন এইটা আমি জানতে চাচ্ছিলাম।

পুলিশ : ম্যাডাম আপনি কোন চিন্তা কইরেন না। আপনি নিশ্চিন্ত থাকেন আমরা স্যারকে সম্মানের সহিত নিয়ে যাব।

স্ত্রী : ওনাকে প্রথমে আপনারা কোথায় নিয়ে যাবেন সেটা যানতে চাচ্ছিলাম এরকি।

পুলিশ : অামাদের কাছে অর্ডার আছে আমরা ওনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব।

স্ত্রী : আচ্ছা চাঁদপুর কোর্টে নিয়ে যাবেন?

পুলিশ : আপনি ম্যাডাম কোন টেনশন কইরেন না, কোন টেনশন কইরেন না।

মিলন : হ্যাঁ কি (স্ত্রী) হয়ছে?

স্ত্রী : বললাম কোন কোর্টে?

মিলন : এখানে মামুন সাহেব কিছু বলেছেন না। তারপর পুলিশের উদ্দেশ্যে মিলন- আমাকে চাঁদপুর কোর্টে নিয়ে যাবেন তারপর কী হবে? ওয়ারেন্টে আসলে কী ঘটতে পারে?

পুলিশ : তারপর স্যার কোর্ট ডিসিশন নিবে আপনি জেলে যাবেন না অন্যকিছু!

মিলন : আমার নামে নতুন কোন মামলা নেই?

পুলিশ : না স্যার, নতুন কোন মামলা নেই।

মিলন : নতুন কোন মালমা না থাকলে ওয়ারেন্ট হতে পারে না।

স্ত্রী : ওকে আমি সকাল বেলা চাঁদপুর যাচ্ছি ঠিক আছে? (মিলনকে)

মিলন : তুমি ঘুমাও তো।

স্ত্রী : আমি চাঁদপুর আসতেছি ঠিক আছে। ওকে আমি চাঁদপুর আসতেছি।

মিলন : আমি তো ঘুমাইতে পারলাম না।

চাঁদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চাঁদপুর পুলিশের যৌথ অভিযানে ভোর সাড়ে ৪টার দিকে নগরীর চট্টেশ্বরী রোডের শাহ আলম নামের এক ব্যক্তির ‘মমতাজ ছায়ানীড়’ নামের বাড়ি থেকে মিলনকে গ্রেফতার করা হয়।

মিলনের আইনজীবী কামরুল ইসলাম বলেন, এভাবে আদালতের চতুর দিকে পুলিশ প্রহরা থাকলে মিলন কেন, কোনো আসামিই আদালতে ভয়ে ঢুকতে পারবেন না।

এদিকে আদালতে হাজিরার সময় নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন আ ন ম এহসানুল হক মিলন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি চিঠিতে তিনি এ আবেদন জানান। গত রোববার বিকেলে আত্মগোপনে থাকা মিলনের স্বাক্ষরিত চিঠিটি ইসিতে নিয়ে যান তার স্ত্রী নাজমুন্নাহার বেবি।

প্রসঙ্গত, চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে এ মাসের মাঝামাঝি সময় বিদেশ থেকে ফিরেন মিলন। কিন্তু, বিএনপি সূত্রে বলছে আদালতে তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, লুটপাট ও ভাঙচুরের ২৫টি মামলা রয়েছে।

Bootstrap Image Preview