Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাঈমের বাড়ি থেকে কেউ খেলা দেখতে আসেনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৭:০৯ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৭:১৬ PM

bdmorning Image Preview


এই বয়সে টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন টাইগার দলের সব থেকে জুনিয়র খেলোয়াড় নাঈম হাসান।মাত্র ১৭ বছর ৩৫৫ দিন বয়সে অভিষেক টেস্টে নিয়েছেন ৫ উইকেট।যার এর আগে ক্রিকেট বিশ্বে কোন খেলোয়াড় করে দেখাতে পারেনি।তবে অভিষেকে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের ৮ম বোলার তিনি।

আন্তর্জাতিক টেস্টের অভিষেক ম্যাচে নিজের ঘরের মাঠে এমন পারফম্যান্স করে নাঈম বেশ খুশি।তাই দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে আসেছেন তিনি। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়।এতো অল্প বয়সে টেস্ট অভিষেক হলো তার পর আবার ঘরের মাঠে এমন দুর্দান্ত পারফম্যান্স পরিবার থেকে মাঠে কেউ খেলা দেখতে এসেছে?

এমন প্রশ্নের জবাব মিষ্টি ভাবেই উত্তরটা দিলেন নাঈম বললেন, কেউ তো খেলা দেখতে আসেনি। আর ঘরের মাঠ আর বাইরের মাঠ তো কোন পার্থক্য  নাই সব মাঠ একই।

পাঁচ উইকেট নিয়েছেন তবে সব থেকে বেশি আনন্দ পেয়েছেন কোন উইকেটে পেয়ে জানতে চাওয়া হলে তিনি আরো বলেন, লাস্টের যে উইকেটটা বোল্ড আউট করেছিলাম ঐটা’।

জীবনের প্রথম টেস্ট ম্যাচে এতো বড় অর্জন কিভাবে দেখছেন সেটাও জানিয়ে দিলেন এই ডান-হাতি অফস্পিনার, আমি এটা আগে জানতাম না আসার সময় শুনেছি।আমি নরমালি ক্রিকেট খেলেছি। আমার কোন টার্গেট ছিলো না পাঁচ উইকেট নিতে হবে, দশ উইকেট নিতে হবে।আমি চেষ্টা করেছিলাম প্রসেসটা মেন্টেন করার’।

বাংলাদেশের হয়ে অভিষেকেই পাঁচ বা ততোধিক উইকেট নেয়া অন্য সাতজন হলেন- নাইমুর রহমান, মঞ্জুরুল ইসলাম, ইলিয়াস সানি, সোহাগ গাজী, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ১৪ ওভার বল করে ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও জোমেল ওয়ারিকানকে শিকার করেন নাইম।

 

 

Bootstrap Image Preview