Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০২:১০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ১৪তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)’র সহযোগিতায় এ সাধারণসভা অনুষ্ঠিত হয়। কলাপাড়ার প্রতিপাদ্য বিষয় ছিল-সুরক্ষিত ভবিষ্যৎ অন্বেষণে ক্রেডিট ইউনিয়ন। 

কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ইউসুফ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব’র ঘ অঞ্চলের ডিরেক্টর আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার তহিদুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহাদাত হোসেন বিশ্বাস, কালব লি: এর পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক বাবু খোকন কৃষ্ণ দাস, পাখিমারা পিভি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ প্রভাষক সবুর খাঁন, সমিতির সম্পাদক ওহাব।

এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোশারেফ হোসেন, কোষাধ্যক্ষ আ. রহমান জাফর, সদস্য আবুল বাসার, মো.ইসমাইল, আবু তালেব শরীফ, অবনী কুমার রায়, খন্দকার মাঈনুল ইসলাম, সাবেক সম্পাদক, মোয়াজ্জেম হোসেন, সমিতির সাবেক ডিরেক্টর আল এমরান হারুন, সাবেক ডিরেক্টর আলিমুজ্জামান, নেছারউদ্দিন ফাযিল মাদ্রাসার প্রভাষক, সফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যথাসময়ে উপস্থিত সদস্যদের মধ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ৮৯ সদস্যের মধ্যে ৪০ জনকে এ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ সঞ্চয়ীসহ ১০ জনকে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়। এসময় সভাপতি তার বক্তব্যে, সকল সদস্যকে সেয়ার সঞ্চয় বাড়ানোর অনুরোধ করেন।

Bootstrap Image Preview