Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আসন বণ্টন নিয়ে ঐক্যফ্রন্টের বৈঠক আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদলগুলোর মধ্যে আসন ভাগাভাগির বিষয়টি সুরাহা করতে আজ বৈঠকে বসছেন বিএনপির জোট সঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

শুক্রবার সন্ধ্যায় জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ইশতেহার তৈরীর কাজ চলছে। এসংক্রান্ত কমিটি রবিবার আবার খসড়া করতে বৈঠকে বসবে বলে সংশ্লিস্ট একাধিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, নির্বাচনে যারা জয়ী হয়ে আসতে পারবেন- কেবলমাত্র তাদেরই ছাড় দেয়া নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে জোটের শরীকদল গুলো একমতও হয়েছেন। জাতীয় ফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা গণতন্ত্র প্রতিষ্টা এবং ভোটের অধিকার রক্ষার বৃহত্তর স্বার্থে জোট গঠন করেছি। বিজয় নিশ্চিত করতে আমরা কাজ করছি। এখানে আসন ভাগাভাগি কোনো বিষয় নয়।

এদিকে,আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহারের খসড়া তৈরি করতে বৈঠক করেছেন এ সংক্রান্ত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুলাহ চৌধুরী ধানমন্ডির অফিসে বৈঠক করেন ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির সদস্যরা।

বৈঠকে ডা. জাফরুলাহ চৌধুরী ছাড়াও ইশতেহার প্রনয়ণ কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মাহফুজ উলাহ, অধ্যাপক ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন,আওম শফিকউলাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে ডা. জাফরুলাহ চৌধুরী জানান, ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে এটা আরও বিস্তারিত হতে পারে। দ্রুতই এই ইশতেহার তৈরী ও ছাপানোর কাজ শেষ হবে। তিনি আরও বলেন, ‘আমরা ইশতেহার তৈরির জন্য বসেছি। প্রথমে খসড়া তৈরি করব। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে পাশ হবে’।

ইশতেহার তৈরির বিষয়ে ডা. জাফরুলাহ চৌধুরী বলেন, মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।

Bootstrap Image Preview