Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ দগ্ধ ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১০:৪৭ AM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১০:৪৭ AM

bdmorning Image Preview


রাজধানীর আদাবর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ২৭৩ নম্বর বাসার ছাদে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ঐ বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

বাসার বাসিন্দাদের দাবি, বাসার গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

দগ্ধরা হলেন- বাসার মালিক হোসনে আরা (৫৩), ভাড়াটিয়া মনোয়ার (২৮), নাঈম (৭), নাঈমা (৪৫) ও মিস্ত্রি বিল্লাল (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাসার দগ্ধ দারোয়ানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দগ্ধ বাসার হোসনে আরার স্বজন নজরুল ইসলাম জানান, ভবনটির পঞ্চম তলায় গ্যাসের লাইন মেরামত করছিলেন মিস্ত্রি বিল্লাল। এক পর্যায়ে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে মোমবাতি জ্বালানোর সময় আগুন ধরে যায়। এতে বাড়ির মালিক হোসনে আরাসহ ছয়জন দগ্ধ হন।

পরে তাদের তাৎক্ষণিক ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঁচজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

হাসপাতালের বার্ন ইউনিট সূত্র বলছে, প্রত্যেকের শরীরেই ক্ষত রয়েছে। 

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়।

প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল বলে জানান তিনি।

Bootstrap Image Preview