Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন গ্রেফতার

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৯:৪৮ AM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা এহসানুল হক মিলন গ্রেফতার হয়েছেন। চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে তিনি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর তাকে চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বলেন, এহসানুল হক মিলনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এর পরিপ্রেক্ষিতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হকের স্ত্রী নাজমুন নাহার নিজের ফেসবুক অ্যাকাউন্ট স্ট্যাটাসে লিখেছেন, ‘সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহসানুল হক মিলনকে ডিবি পুলিশ চট্টগ্রামের চকবাজার থেকে তুলে নিয়ে গেছে, আমরা চাঁদপুর আদালতে আসছি।’

পুলিশ সূত্রে থেকে আরো জানা যায়, চট্টগ্রাম নগরের চকবাজার থানার ৪৫২ ডিবি পুলিশের একটি দল চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাসায় অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে মিলনকে গ্রেফতার করে। ভোর ৫টার দিকে তাকে চাঁদপুরে নেয়া হয়।

চট্টগ্রাম ডিবি পুলিশের উপকমিশনার মো. কামরুজ্জামান বলেন, চাঁদপুর ডিবি পুলিশ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাসা থেকে এহসানুল হক মিলনকে গ্রেফতার করেছে। আমরা বিষয়টি অবগত। তাকে গ্রেফতারের পর চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা বিচারাধীন। গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে একটি জিআর মামলায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু আদালতে হাজির হওয়ার আগেই পুলিশ তাকে গ্রেফতার করতে পারে এই ভয়ে মিলন সেদিন আদালতে যাননি।

মামলার বিবরণ থেকে জানা যায়, এহসানুল হক মিলন বেশ দীর্ঘদিন বিদেশ ছিলেন। বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এ জন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

প্রসঙ্গত, এদিকে একাদশ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আদালতে হাজিরার সময় নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন এহসানুল হক মিলন।

গত রবিবার বিকালে মিলনের চিঠিটি ইসিতে নিয়ে যান তার স্ত্রী নাজমুন নাহার বেবী। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে চিঠিটি পৌছে দেন। চিঠিতে আদালতে হাজিরা দিতে নিরাপত্তা চাওয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি থেকে নির্বাচন করতে চান মিলন। মনোনয়নপত্র কিনেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন। তিনি বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক।

Bootstrap Image Preview