Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে গোসাইবাড়ি হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৬:৫১ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৬:৫১ PM

bdmorning Image Preview


আদালতের আদেশে বগুড়ার ধুনট উপজেলায় উচ্ছেদ অভিযান চালিনো হয়। এসময় গোসাইবাড়ি সরকারি হাটের জায়গায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, বগুড়া জেলার নির্বাহী হাকিম মোহাম্মাদ তাজ উদ্দিন।   

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি সরকারি হাটের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল নিয়ে সেখানে আধাপাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে স্থানীয় লোকজন। বগুড়া জেলা আদালতের আদেশে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে রিপন মাহমুদ, নান্নু সেখ, তুলা মিয়া, লাভলু রহমান, সবুজ মিয়া, মুন্নাফ আলী, উজ্জল হোসেনসহ ১৫জন ব্যবসায়ীর ২০টি দোকানঘর গুড়িয়ে দেওয়া হয়। 

ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা এ তথ্য নিশ্চিত করে বলেন, গোসাইবাড়ি হাটের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বগুড়া জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসকের আদেশে অভিযান চালিয়ে ১৫জন ব্যবসায়ীর অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।



 

Bootstrap Image Preview