Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণ মামলায় ঢাবির শিক্ষক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০১:০২ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০১:০২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে জোরপূর্বক ধর্ষণ করায় অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারি অধ্যাপক খালেদ মাহমুদকে আটক করা হয়েছে। মামলাটি করেছে ভুক্তভোগী ওই নারীর স্বামী। 

গতকাল বুধবার রাতে ভাটারা থানার পুলিশ বসুন্ধরা এলাকা থেকে আটক করেন এই শিক্ষককে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম  গোলাম রব্বানী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। পারিবারিক কারনে মামলা হয়েছে৷ তবে এখনো বিস্তারিত জানিনি।

বুধবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। এর আগে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ভুক্তভোগী নারীসহ ওই শিক্ষককে আটক করে।

মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে বাদীর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক। ভুক্তভোগী নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল মোত্তাকিন বলেন, ধর্ষণ মামলায় একজন শিক্ষককে আটক করা হয়েছে। তিনি এখন থানায় আছেন।

Bootstrap Image Preview