Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইয়াবা সেবনের সময় আটক হয়েও মুক্ত এমপিপুত্র

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১১:০৫ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১১:০৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইয়াবা সেবনের সময় পুলিশের হাত আটক হয়েও ছাড়া পেয়েছেন মাদকসেবী রাশেদ সরোয়ার রুমন। সংরক্ষিত নারী আসনের সাতক্ষীরার সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে রুমন ইয়াবা খাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। কিন্তু মায়ের প্রভাবে তিনি ছাড়া পেলেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় পাঁচ সহযোগী নিয়ে শহরতলির নবাদকাটির মিঠু খানের বাগানবাড়ি বসে রুমন ইয়াবা খেয়ে ফুর্তি করার সময় ধরা পড়েন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রুমনকে বেসামাল অবস্থায় আটক করে।

মাদকাসক্ত পাঁচ যুবকসহ তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে সংসদ সদস্য রিফাত আমিনের সুপারিশে গভীর রাতে পুলিশ রুমন ও তার সহযোগীদের ছেড়ে দিতে বাধ্য হয়।

এদিকে পুলিশ বলেছে, রুমনকে গ্রেফতার করার মতো আইনগত ভিত্তি ছিল না।

জানা গেছে, সৌদি আরবে দীর্ঘদিন থাকার পর রুমন দেশে ফিরে নানা অপরাধে জড়িয়ে পড়েন। ২০১৪ সালের পর তার দাপট আরও বেড়ে যায়। ২০১৬ সালের ১৯ মে সংসদ সদস্যের স্টিকারযুক্ত গাড়ি চালিয়ে রুমন শ্যামনগরের বরসা রিসোর্টে যান।

সেখানে রাতে তিন তরুণীকে নিয়ে তিনি বেসামাল হয়ে পড়েন। এজন্য তাকে কয়েকদিনের জন্য কারাবাস ভোগ করতে হয়।

Bootstrap Image Preview