Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১০:৩৫ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১০:৩৫ AM

bdmorning Image Preview


সারা দেশে শীত পড়তে শুরু করেছে। ঠাণ্ডা আবহাওয়ায় শিতল হচ্ছে দেশ। সেশের আনাচে-কানাচে সীমান্ত অঞ্চলগুলোতে শীত অনেকটা তীব্রভাবেই পড়েছে।

এ দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েক দিন ধরেই অনুভূত হচ্ছে তীব্র শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে। সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ও তেতুলিয়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রের্কড হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, এর আগেও বেশ কয়েকদিন শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবারও ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Bootstrap Image Preview