Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে আগুনে পুড়ল কৃষকের ধান ও খড়ের পালা

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৮:১১ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৮:১১ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষকের ৮০মন ধান ও ২১টি খড়ের পালা পুড়ে ভস্মিভূত হয়েছে। 

গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের আলহাজ্ব মোসলেম উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষক মোসলেম উদ্দিন ও তার দুই ভাই জমি থেকে ধান কেটে বাড়ি সংলগ্ন খোলায় নিয়ে এসে ধান মাড়াই করে। ধান মাড়াই শেষে তিন ভাই আলাদা আলাদা করে ২১টি খড়ের পালা দেয় এবং মাড়াইকৃত ধানগুলো স্তুপ করে খোলাতেই রেখে দেয়। এরপর মঙ্গলবার গভীর রাতে ওই ২১টি খড়ের পালায় ও ধানের স্তুপে আগুন দেয় দূর্বৃত্তরা। 

খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক আলহাজ্ব মোসলেম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ। 

তিনি জানান, কে বা কাহারা শত্রুতামূলকভাবে এ অগ্নিসংযোগ করে। দূর্বৃত্তদের দেয়া আগুনে প্রায় ২০০ বিঘা জমির ধানের খড় ও ৮০ মন পুড়ে গেছে।

বুধবার বিকেলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। তবে এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।   
  
  
 

Bootstrap Image Preview