Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেফাজত নির্বাচনে কাউকে সমর্থন দেবে না : আল্লামা শফী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১০:৫৮ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ১০:৫৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি বলেছেন, হেফাজতে ইসলাম কখনও নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবে না। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

আহমদ শফি বিবৃতিতে তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থী হতে আমার কাছে কেউ দোয়া নিতে আসে নাই এবং কাউকে নির্বাচন করার জন্য আমি অনুমতি কিংবা নির্দেশ কিছুই দেই নাই। যারা আমার কাছ থেকে দোয়া নেয়ার কথা বলে নির্বাচন কিংবা মনোনয়ন নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা সম্পূর্ণ মিথ্যাচার করে যাচ্ছে। এ ব্যাপারে আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি।

আহমদ শফি আরও বলেন, যে বা যারা আমার কাছ থেকে দোয়া নেওয়ার দাবি করেছেন, তাদের আমার সামনে নিয়ে আসুন। তাদের সঙ্গে আমার সংগঠনের কোনো সম্পর্ক নেই।

আগামীতে এ ধরনের মিথ্যাচার না করার জন্য হেফাজতসম্পৃক্তদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা সতর্ক হোন, যেন সংগঠনের নীতিবিরোধী কোনো কর্মকাণ্ড প্রকাশ না পায়। কেউ নির্বাচন করলে সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু হেফাজতে ইসলামের নাম বিক্রি করা যাবে না।

আপনি যে কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে পারেন। কিন্তু হেফাজতে ইসলামের নাম বিক্রি করে অথবা হেফাজতে ইসলামের নামে কাউকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আল্লামা আহমদ শফী।

Bootstrap Image Preview